Health

স্ট্রোক কেন হয় ? স্ট্রোক কীভাবে প্রতিরোধ করবেন

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান National Institutes Of Health. এখানে একটি আর্টিকেল পাবলিশ হয়েছে ২০২২ সালে । এবং এটিতে বলা হয়েছে বাংলাদেশে প্রতিবছর প্রতি হাজারে ১১.৩৯ জন মানুষ আক্রান্ত হচ্ছে । 

স্ট্রোক মানে কিঃ কোনো কারণে যখন ব্রেনের কোন অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় । তখন ব্রেনের সেই অংশের কিছু নিউরোন ড্যামেজ হয়ে মরে যায় । তখন এই অবস্থাটিকে বলা হয় স্ট্রোক । 

রক্ত সরবরাহ ২ ভাবে বন্ধ হতে পারে

১. রক্তনালি ছিঁড়ে ।

২. চর্বি দিয়ে ব্লক হয়ে । 

স্ট্রোকের উপসর্গগুলো হলো

স্ট্রোকের মূল কারণ কি কি

  • অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ দেখা দেওয়া । 
  • অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হওয়া । 
  • ধূমপান করা । 
  • স্থুলতা । 
  • রক্তের উচ্চ কোলেস্টেরল বেড়ে যাওয়া । 
  • কিডনির রোগ থাকলে ।
  • অবৈজ্ঞানিক খাদ্যভ্যাস হলে । 
  • প্রচণ্ড মানসিক চাপ / উত্তেজনা / রাগ থাকলে ।
স্ট্রোকের মূল চিকিৎসা
স্ট্রোকের মূল চিকিৎসা

স্ট্রোকের মূল চিকিৎসা কি কি

কিছু ওষুধ সেবন ও ফিজিওথেরাপি । নিয়মিত ফিজিওথেরাপি কেউ যদি গ্রহণ করেন ও নিয়মিত ওষুধ খান । তাহলে অধিকাংশ রোগী সুস্থ হয়ে উঠতে পারেন । এবং বাকিরা অনেকটাই সুস্থ হয়ে উঠতে পারেন । 

স্ট্রোক কি প্রতিরোধ করা সম্ভব

২০১৬ সালে মেডিকেল জার্নাল ল্যানসেটে একটি আর্টিকেল পাবলিশ হয়েছিল । সেখানে বলা হয়েছে বিশ্বের যতগুলো স্ট্রোকের ঘটনা ঘটে তার ৯০% প্রতিরোধ করা সম্ভব । স্ট্রোকের পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস । এবং এই রোগ ২ টা প্রতিরোধ করা যায় না । তার কারণ হচ্ছে মানুষের ভুল ভাবে জীবনযাপন করা । শুধুমাত্র ওষুধ দিয়ে এই রোগ গুলোর চিকিৎসা করা হয় । তার পরেও রোগ গুলো সবসময় অধিকাংশ ক্ষেত্রে থাকে নিয়ন্ত্রণহীন । 

২০২৩ সালের বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে খবরে বলা হয়েছে যে, ওষুধ খেয়েও ৮৮% রোগীর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নেই । 

একি বছর বিশ্ব ডায়াবেটিস দিবসে খবরে বলা হয়েছে যে, ওষুধ খেয়েও নিয়ন্ত্রণে ব্যর্থ ৯২% রোগী । 

আরো পড়ুনঃ যে যে কারণে ইম্পোস্টার সিনড্রোম হয় এবং ইম্পোস্টার সিনড্রোম থেকে বের হয়ে আসবেন ।

স্ট্রোক প্রতিরোধ করবেন কিভাবে

  • সবসময় শোকরগোজার থাকুন । 
  • বিজ্ঞানসম্মত খাদ্যভ্যাস গড়ে তুলুন । 
  • প্রতিদিন ৭০% জীবন্ত খাবার খাবেন । 
  • প্রানিজ আমিষ কম কম খাবেন । 
  • উদ্ভিজ্জ আমিষ বেশি বেশি খাবেন । 
স্ট্রোক প্রতিরোধ করবেন কিভাবে

ফাস্টফুড ও সফট ড্রিংকস বর্জন করুন । 

প্যাকেট ও প্রক্রিয়াজাত খাবার বর্জন করুন ।

ভাজা-পোড়া-তৈলাক্ত খাবার বর্জন করুন । 

চিনি, সাদা চাল এবং সাদা ময়দা পুরোপুরি বর্জন করুন । 

তেলের ব্যাপারে সচেতন হন । 

প্রতিমাসে মাথাপিছু আধা লিটারের বেশি তেল ব্যবহার করবেন না ।   

ধূমপান পুরোপুরি বর্জন করুন । 

পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করুন । 

মাঝে মাঝে সূর্যের তাপ শরীরে লাগান । 

খালি পায়ে মাটিতে হাঁটুন । 

নিয়মিত মেডিটেশন করুন । 

যে কোনো ভাবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন । 

এই কারণগুলো মেনে চললে স্ট্রোক থেকে প্রতিরোধ পেতে পারবেন । এবং ১০০ জনের মধ্যে ৯৮ জনই স্ট্রোক থেকে বেঁচে যাবেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Exit mobile version